কে এই খন্দকার মুশতাক ও তিশা, তারা কি আসলে স্বামী - স্ত্রী?
খন্দকার মুশতাক আহমেদ ও তিশা। এই নামটা এখন ফেসবুকে ডুকলে সামনে চলে আসছে। সম্পৃতি তাদের জীবনি বা প্রেম ভালোবাসা নিয়ে বই বের হয়েছে। আর সেই বই বিক্রয়ের জন্য তারা বইমেলা গিয়ে স্টলে বই বিক্রয় করছে। তবে তাদের ভাইরাল হওয়ার কারণ তাদের বয়স, খন্দকার মুশতাকের বয়স ৬১ বছর এবং তিশা বয়স মাত্র ১৯ বছর। আর এই বয়সের ব্যাবধানের পরও তারা একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে জরিত হয়েছেন। তারা তাদের মত সুখে সংসার করছে।
আর এটা নিয়ে বাধে যত বিপত্তি, গণমাধ্যমে কমেন্ট মানুষ তাদের নিয়ে নানান আলোচনা - সমালোচনা করে যাচ্ছেন, লোকে খন্দকার মুশতাক'কে সুগার ড্যাগি তকমাও দিয়ে দিচ্ছেন।আবার এক পহ্ম তো বলছেন তিশা টাকা লোভে এই বুড়া ব্যাডা'কে বিয়ে করছে, বুড়ার এক পা কবরে এই বয়সে ও রস কমে না। এমন নানান রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন, মানুষ।
অন্যদিকে তিশা মুশতাক বই মেলা বই বিক্রয় চলাকালে তাদের কে আম জনতা বই মেলা থেকে বিতাড়িত করে দেয় এবং তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা, বর্তমানে ফেসবুকে ভাইরাল। এ প্রসঙ্গে মুশতাক পরবর্তীতে পুলিশি সহায়তা নিয়ে বইমেলা যাওয়ার কথা প্রকাশ করেন।তিশা - মুশতাকের বিয়ের বিষয় অবশ্য তিশা পরিবার কখনো মেনে নেয় নি, তারা আইনে আশ্রয় নিয়েছেন, তারা আইনে মাধ্যমে তাদের মেয়েকে ফেরত চান। তাই তারা থানায় জিডি এবং হাই কোর্টে মামলা করবেন বলে জানা গেছে।
তিশা মুলত রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পড়াশুনা করতেন আর সেই প্রতিষ্ঠানে গভর্নিং বডির সাবেক সদস্য ছিলেন খন্দকার মুশতাক আহমেদ, এই এ থেকে তাদের পরিচয় হয় এবং এর পর প্রেম ভালোবাসা অতপর তারা বিয়ে করেন।তিশা প্রসঙ্গে, তিশার ক্লাসমেট জানান যে, সে স্কুলে থাকা কালীন কখনও নিয়মিত ক্লাস করে নাই। স্কুলে আসলে সে, বেশির ভাগ সময় নিচে খন্দকার মুশতাকের সাথে থাকতো, তারা ঘুড়ে বেড়াতো।
বর্তমানে মতিঝিল স্কুল এবং কলেজের অন্যান্য শিহ্মার্থীর পিতা - মাতা'রা বলছেন , এটা সামাজিক অবহ্ম্যের কারণে এমন টা হয়েছে যে, ৬০ বছর বয়সীকে কিভাবে একটা ১৯ বছর বয়সী মেয়ে বিয়ে করে। আর এমন টা চলেতে থাকলে তারাও তাদের সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন, তারাও শংকায় থাকছেন। তাই তারা আইনের কাছে এর সঠিক বিচার চাচ্ছেন।
এই বিষয়ে তিশা - মুশতাক দম্পতি কাছে জানতে চায়লে তারা জানান, লোকে কে কি বললো, এতে তাদের কোন আসে যায় না। তারা তাদের মত ভালো আছে।