ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকামের সহজ উপায় পার্ট -১

 ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকামের সহজ উপায় 


আসসালামু ওলাইকুম, 
আজ আমি কথা বলবো ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকামের সহজ উপায় নিয়ে।  মুলত কোন কোন উপায় আপনারা ঘরে বসে মোবাইল বা ল্যাপটপ দিয়ে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন, যা একদম লিগ্যাল উপায়ে। 
অনলাইনে ইনকাম করতে চায়লে, আপনাদের প্রথমে ইন্টানেট সংযোগ থাকতে হবে। কেননা ইন্টারেট ছাড়া তো পুরো দুনিয়ায় অচল৷ আমরা অনেক ভাবে অনলাইন থেকে উপার্জন করতে পারি, তার মধ্যে অন্যতম মাধ্যম গুলো নিয়ে নিচে আলোচনা করা হলো। 

1. Digital Marketing

বর্তমানে ফ্রিল্যান্সিং এ সবচেয়ে জন্যপ্রিয় একটি কাজ ডিজিটাল মার্কেটিং।  ডিজিটাল মার্কেটিং মুলত কোন পণ্য বা যেকোন ধরনের জিনিস, তা হতে পারে - কাপর, ইলেকট্রনিক যন্ত্র,  হতে পারে ভিডিও কন্টেন্ট বা যেকোন কিছু অনলাইনে মার্কেটিং করা, এবং তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া হলো ডিজিটাল মার্কেটিং। বর্তমানে বিশ্বে লহ্ম লহ্ম মানুষ এই পন্থা ব্যাবহার করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করছে। তাই আপনিও যদি ডিজিটাল মার্কেটিং শিখে কাজ শুরু করতে চান, তাহলে Youtube সার্চ দিন এবং অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন, ডিজিটাল মার্কেটিং এর উপর। তা দেখে খুব সহজে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। তবে আমার পরামর্শ আগেই টাকা খরচ করে কোন কোর্স কিনতে যাবেন না, ইউটুবে যথেষ্ট পরিমাণে কাজ শিখতে পারবেন। পরবর্তিতে আপনার  প্রয়োজন মত, আপনি কোর্স করতে পারবেন। এবং ভবিষ্যতে কোন এক পোস্টে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

2. Content Creator

বর্তমানে প্রায় ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর জন্ম নিচ্ছে, উঠতি বয়সে তরুণ - তরুণী থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ এবং সকল পেশার মানুষ, অন্যান্য কাজের পাশাপাশি  Youtube / Facebook এ ভিডিও কন্টেন্ট তৈরি করে আপলোড করার মধ্যমে অনলাইন থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করছে।  তাই আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে। আপনিও লেগে যেতে পারেন এবং আপনার যাত্রা শুরু করে দিতে পারে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। প্রথম অবস্থায় আশানুরূপ ভালো ফলাফল এবং ভিউস না হলেও পরবর্তীতে ধীরে ধীরে কন্টেন্ট কোয়ালিটি ভালো হলে আপনিও ভালো ফল পাবেন। এছাড়া আপনার  ইনকামের ও একটি ভালো মাধ্যম তৈরি হবে।  এবং কে জানে? আপনিও হয়ে যেতে পারের ভবিষ্যতের কোন সেলিব্রেটি!.. 

3. Web Development 

বিশ্বের সবথেকে লাভজনক এবং বেশি ডিমান্ডিং কাজ ওয়েবসাইট ডিজাইন করা বা ওয়েব ডেভেলপমেন্ট করা। ওয়েব ডিজাইন এবং ওয়েব ভেডেলপ এক নয়।  কোন ওয়েবসাইট একদম শুন্য থেকে শুরু করে কোডিং মাধ্যামে শেষ করা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আর সেই সাইটের সৌন্দর্য বৃদ্ধি লহ্মে কাজ করা হলো ওয়েব ডিজাইন বা কোন থিম কাস্টমাইজ করাও ওয়েব ডিজাইনের আওতায় পরে। আর এই কাজ গুলো যদি আপনি শিখতে পারেন তাহলে অনলাইন থেকে আপনি যেমন ইনকাম করতে পারবেন Fiver / Upwork সহ অন্যান্য মার্কেটপ্লেস থেকে, এছাড়াও ব্যাক্তিগত ক্লায়েন্ট তো আছে। পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন মাল্টিনেশন্যাল কোম্পানিতে ও আপনি কাজ করে বড় এমাউন্টের অর্থ উপার্জন করতে পারবেন, তাও ঘরে বসে অনাইসে। সাধারণত ওয়েব সাইট কাজ গুলো Wordpress দিয়ে করা হয়, এটি সব থেকে বেশি জনপ্রিয়, এই সাইট তৈরী করতে ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হয়। ডোমেইন হলো আপনার সাইটের নাম বা এড্রেস আর হোস্টিং হলো আপনার জায়গা, যেখানে সাইটি রাখবেন। তাই অনলাইন পেশাদার থেকে কিছু করতে চায়লে ওয়েব ডেভেলপমেন্ট কাজ শেখা এবং এটি হতে পারে, আপনার জন্য ভালো একটি মাধ্যাম। আর ইউটুবে সার্চ করলে এর উপর অনেক ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও এই বিষয়ে আরও বিস্তারিত ভবিষ্যতে কোন এক পোস্টে এই আলোচনা করবো।

এছাড়াও আরও বিভিন্ন উপায়ে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, সেগুলো নিয়ে পার্ট-২ পোস্টে আলোচনা করা হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.