মানুষ, মানুষের কল্পনার বাইরে।

 নিসন্দেহে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং সুন্দর প্রাণী মানুষ ঠিক তেমনই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণীও বটে মানুষ।বৃষ্টের পরে আকাশে যেমন সাত রং বা রংধনু দেখা যায়, তেমনই নিজ সার্থের পর মানুষেরও ভিন্ন ভিন্ন রুপ দেখা যায়।

danguli.xyz

এক এক প্রাণীর মধ্যে ভিন্ন ভিন্ন গুনাবলি থাকে, কিছু প্রাণী প্রচন্ড হিংস্র বা কিছু প্রাণী খুবই ভিত এবং নরম স্বভাবের হয়ে থাকে। কিন্তু মানুষ সব রকম স্বভাবের হয়, সামনে থেকে দেখে কখনও বোঝা সম্ভব নয় যে, সে কেমন ধরনের মানসিকতা পোষণ করে। 

একটা প্রাণী কখনও কথা বলতে পারে না, তাই হয়তো তারা মানুষের মত নিজের মনের রং বদলাতে পারে না।কেননা মানুষতো কেবল তার কথা মাধ্যমে অন্যকে ভুলিয়ে দেয়,এবং নিজের আসল চরিত্র'কে গোপন করতে সার্থ্যক হয়। মানুষ সর্বদা আপনার সামনে, আপনাকে অনেক সম্মান এবং মিষ্ট মিষ্ট কথা বলে, প্রশংসার মাধ্যমে, আপনার মনে জায়গা করে নেবে, কিন্তু সময় হলে, তার স্বার্থ হাসিল হলে, ঠিকই সেই কথা মাধ্যমে আপনাকে শেষ করে দিতে দু-বার ভাব্বে না।

অনেকের মতে গাধা সবচেয়ে বোকা প্রাণী, তাই আমরা সর্বদা মানুষকে গাধার সাথে তুলনা করি। যখনও কেউ কোন কাজ করতে সহ্মম না হয়, তখনই তাকে তুলনা করা হয় গাঁধার সাথে। তবে আমার মতে সবচেয়ে বোকা প্রাণীতো কেবল মানুষই, দেখুন প্রত্যেক মানুষই তার সারা জীবনের উপার্জন এক করে জমাতে থাকে, যখন সে বৃদ্ধ হয়, তখন সে অনেক অর্থ সম্পদ জমিয়ে ফেলে এবং তারপরই তার মৃত্যু হয়, তাহলে কষ্ট করে এই সম্পদ জমিয়ে, তার কি এমন কাজে আসে। আর এটা মানুষের স্বভাই, যার যত আছে, সে আরও তত চায়। যা অন্য কোন প্রাণী মধ্যে নাই।

মানুষ হ্মেত্র বিশেষ এত পরিমাণ বেকুব এবং জ্ঞান-বুদ্ধিহীন হয়ে পড়ে যে, কখনও কখনও কাউরো উপর রেগে, তাকে হত্যা পর্যন্ত করে ফেলে। তাহলে কি লাভ মানুষের সৃষ্টির সেরা জীব হতে পেরে, এত জ্ঞান সম্পুর্ন প্রাণী হয়ে। তারা তো গভীর বন জঙ্গলের হিংস্র প্রাণীর থেকে কোন অংশে কম নয়। জঙ্গলের প্রাণীও তো নিজের ভালো বুঝে, নিজের পরিবার কে আগলে রাখতে পারে, তারা তাদের পরিবার ভালো জন্য সবকিছু করতে পারে কিন্তু মানুষের মধ্যে এমনও অনেক আছে যারা নিজেে চাহিদা এবং নিজের স্বার্থের জন্য পরিবারকে পরোয়া করে না। যেন সে খুশি থাকলে, সে স্বার্থক।

দিন যত যাচ্ছে মানুষের হিংস্রতা যেন পূর্বের থেকে পাল্লা দিয়ে বেড়ে উঠছে, কিভাবে গত দিনের থেকে আজ বেশি হিংস্র, ও খারাপ হওয়া যায়। পাশাপাশি অন্যের সাথে তো  পাল্লা আছে। আর এই পাল্লা সব কিছুতেই,  অর্থ - সম্পদে পাল্লা তো খুবই স্বাভাবিক একটা বিষয়।

পাশের বাড়িটি যদি দুই তলা বিশিষ্ট হয়, তারমানে আমাকে যেভাবে হোক তিন তলা বিশিষ্ট অত্যাধুনিক বাড়ি করতেই হবে, না হলে  সে যেন মনে করতে থাকে সমাজে সে মুখ দেখাতে পারবে না। প্রকৃতপহ্মে এই সম্পদ সে সারা জীবন ভোগ করতে পারবে না,যা খুবই হ্মণস্থায়ী। 

মানুষের সবথেকে বড় হ্মতি ও নিকৃষ্টতম জায়গা পৌছে দেয় হিংসা। হিংসা জেরে মানুষ, যেকোন ধরনের পিচাশব কাজ করে থাকে।
 তাহলে ছোট্ট একটা উদাহরণ দি _একটি বাড়ির দুই তলা'তে দুটি পরিবার বসবাস করতো, উপর তলা বসবাস'রত এক মহিলা, নিচ তলা বসবাস'রত লোকদের হিংসা জেরে পছন্দ করতো না। হঠাৎ একদিন নিচ তলার লোকদের পোষা ছোট্ট বিড়াল'টি উপর তলায় যায় এবং উপর তলার মহিলা'টি সে বিড়ালকে লাথি দিয়ে নিচে ফেলে, মেরে ফেলে।

এই সামান্য ঘটনা থেকে বোঝা যায়, মানুষের হিংসা কত'টা নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যেতে পারে, যা যেকোন হিংস্র প্রাণী'কে হার মানায়। হিংসা, অহংকার ও আভিজাত্য যেন মানুষকে এক অমানুষে রুপান্তরিত করেছে।
মানুষের স্বভাবতই পরিবর্তনশীল, এক এক সময় মানুষ এক এক রকম আচরণ করে। আপনি যদি কখনও ভেবে থাকেন, এই মানুষ'টা এমন, এই মানুষটা খুবই ভালো। তাহলে খুবই দ্রুতই, আজ হোক বা কাল।  আপনি খুব বেশি চমকে যাবেন, যখন দেখবেন আপনার চোখের সামনে সে ভিন্ন এক আচরণ করছে।  যা আপনি কখনও কল্পনা ও করেন নি, এবং আপনাকে যা মানসিকভাবে ভেঙে ফেলবে। তাই কখনও কোন মানুষকে প্রেডিক্ট করতে যাবেন না, বা ধারণা করতে যাবেন। কেননা মানুষ, মানুষের কল্পনার বাইরে।

পৃথীবীর সকল মানুষই স্বর্থপর, সকলেই তার নিজের স্বার্থ নিয়ে ব্যাস্ত। কেউ কাউরো অবস্থা বিবেচনা করতে যাবে না। কেউ যখন অতি উপরে উঠে যায়, তখন সে এক বেইমানে রুপান্তরিত হয় । কেবল নিজ চাহিদা নিয়ে ভাবতে থাকে। মানুষ তার অতিরিক্ত বেচে যাওয়া খাবার, বাইরে ফেলে দেয়, তারপরো কোন রাস্তার প্রাণীকে খেতে দেয় না। কারণ তাদের বাইরের অবুলা প্রাণী নিয়ে ভাবার সময় নেই, মানুষ শুধু নিজেকে নিয়েই ব্যাস্ত। দুনিয়াটা কেবল রাঙিয়ে তুলতে চায় ।

মানুষ শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও, তাদের এই পরিবর্তন হয়ে একটি হিংস্র প্রাণীর থেকে নিকৃষ্ট হয়ে যাওয়া, যেন যেকোন সিনেমার কল্পনাকেও হার মানায়।  যেন একটি কথা বার বার মনে করিয়ে দেয়, মানুষ মাত্র ভুল এবং মানুষ মাত্রয় পরিবর্তনশীল,  মানুষ মাত্রই পরিবর্তনশীল।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.