শীতে খুশকি সমস্যার, ঝটপট সমাধান

 

শীতে প্রচুর খুশকি হয়?

আর খুশকি হলেও তো সেই চুল পড়া, পাশাপাশি নতুন চুল গজানো বন্ধের জন্যও দারণভাবে সহায়তা করে এই খুশকি।

তাই আজ নিয়ে নিন, খুশকি সমস্যার ঝটপট সমাধান।এতে আমি ৯৯% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার মাথার খুশকি অবশ্যয় চলে যাবে, আর বাড়তি উপকার হিসাবে নতুন চুল গজাবে।

খুশকি সমাধানের জন্য, আজ আমরা একটি ঘরোয়া পদ্ধতি তে তেল বা মিশ্রণ তৈরী করবো।
আর সেই মিশ্রণ'টি মাথায় বা চুলেন গোড়ায় সুন্দর ভাবে লাগিয়ে নিবো।মিশ্রণটি তৈরী করতে যা লাগবে,
১/ লেবু রস 
২/ আদা রস
৩/ অ্যালোভেরা
৪/ নারকেল তেল

আপনার চুলের পরিমান বুঝে, আপনি লেবু/আদা রস ও আ্যালোভেরা এবং নারকেল তেল নিতে পারেন।তবে প্রত্যেক'টা উপকরণ ১ চামচ করে নিতে পারেন, সেগুলো একসাথে একটি বাটি'তে রেখে মিক্স করে, চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা রেখে,তারপর গোসল করে নিবেন।

চুল পরিষ্কারের জন্য চায়লে শ্যাম্পু ব্যাবহার করতে পারেন।ঠিক এভাবে সপ্তাহে ২/৩ বার নিলে, আশা করি আপনার খুশকি সমস্যার সমাধান হয়ে যাবে।

এবং লেবুর রস, আদার রস উপকারিতা বা গুণাগুন জানতে, গুলো সার্চ করুন।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.