সেরা পাঁচ মোবাইল ব্রাউজার

সেরা পাঁচ মোবাইল ব্রাউজার

হ্যালো বন্ধু'রা, আজ আমি কথা বলবো, আমাদের দৈনন্দিন জীবনে ব্যাবহৃত সেরা পাচটি মোবাইল ব্রাউজার নিয়ে।

1. Google Chrome
গুগোল ক্রোম একটি বহুল ব্যাবহৃত মোবাইল এ্যাপ, যা সারা বিশ্বে সর্বাধিক ব্যাবহার হয়ে থাকে।এটি খুবই ব্যাবহার উপযোগী একটি ব্রাইজার, যা যেকোন মোবাইল ব্যাবহার করা যায়। এবং এই ব্রাউজারর এত বেশি ফিচার দেওয়া আছে যে, আমাদের অনেক সাহায্য হয়, এই ব্রাউজার এপস টি ব্যাবহার করে। পাশাপাশি এটি ডেক্সটপ মুডে ও নেওয়ার সুবিধা থাকায়, মোবাইলেই বসেই কম্পিউটারে ব্রাউজিং করার মজা উপভোগ করা যায়।এছাড়াও আরও অনেক সুবিধা তো রয়েছে।তাই গুগোল ক্রোম হতে পারে, আপনার জন্য সেটা একটি ব্রাউজার।

2. Mozila Firefox
এটিও অত্যন্ত জনপ্রিয় একটি Web Browser যার মোবাইল এপস ও আছে। এটি দিয়ে যেকোন ধরনের ব্রাউজ করা সম্ভব।এবং এটি অত্যন্ত বিশ্বস্ত একটি কোম্পানি ফলে নিজের তথ্য চুরি যাওয়ার কোন সম্ভাবনা নাই।যেকেউ চায়লে ফ্রী তে প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ব্যাবহার করতে পারে।

3. Browser For Android
এটি খুবই পুরান একটি সফটওয়্যার, প্রায় প্রতিটি ফোনে  নতুন অবস্থায়, এক সময় এই সফটওয়্যার টি ইন্সটাল, থাকতো। তবে কালের বিবরণে এটি তেমন দেখা যায় না, তবে এতে এর ব্যাবহার করীর সংখ্যা মোটেই কমে নি। এটি খুবই ভালো একটি ব্রাউজার এপস, যেকোন ধরনের কাজ এটি দিয়ে নিমিষে করতে পারবেন।

4. Opera Mini
এক সময়কার তুমুল জনপ্রিয় মোবাইল এপস টি এখন তাদের জনপ্রিয়তা কমতে শুরু করেছে, এই এ্যাপস টি ব্যাবহার করে নি, এমন মানুষ খুজে পাওয়া যাবে না।এটি দিয়ে সকলে কম বেশি আমরা ব্রাউজ করেছি, এটি তে বর্তমানে দারুণ দারুণ সব ফিচার রয়েছে। মোবাইল দিয়ে অনেক টা ডেক্সটপ ওয়েব মত ব্রাউজ ফিল পাওয়া সম্ভবত।

5. Microsoft Edge
এটি একটি মাইক্রোসফট কোম্পানির ব্রাউজার, যেটি পিসি তে ব্যাবহার হলেও মোবাইলে তুলনামুলক কম ব্যাবহৃত হয়, তবে বর্তমানে এটির প্রচুর ব্যাবহার কারির সংখ্যা দিন দিন বাড়তে দেখে দিচ্ছে।তাই এটিও হতে পারে, আপনার জন্য সেরা একটি ব্রাউজার।


 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.